মুনসি প্রেমচাঁদ

মুনসি প্রেমচাঁদ

মুনসি প্রেমচাঁদ (৩১ জুলাই ১৮৮০ - ৮ অক্টোবর ১৯৩৬) আধুনিক হিন্দি এবং উর্দু ভাষার অন্যতম লেখক ছিলেন। তার আসল নাম ধনপত রায়। তবে মুনসি প্রেমচাঁদ নামেই তিনি বেশি পরিচিত। প্রেমচাঁদকে আধুনিক হিন্দি সাহিত্যের জনক বলেও অভিহিত করা হয়। মুনসি প্রেমচাঁদের রচিত উল্লেখযোগ্য রচনাগুলি হল প্রেম পঁচিশি, প্রেম বত্তিশি, খাক পরোয়ানা, খোয়াব ও খেয়াল, ফেরদৌসে খেয়াল, প্রেম চল্লিশি, আখেরি তোফাহ, যাদরাহ, নির্মলা ইত্যাদি।

মুনসি প্রেমচাঁদ এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon